শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিং ষ্টেশনের শৌচালয়ে সাপের আতঙ্ক,তটস্থ নিত্য রেলযাত্রী থেকে সাধারণ মানুষজন

News Sundarban.com :
মার্চ ১, ২০২০
news-image

 

ক্যানিং —সাত সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে প্রচুর ভীড়। আর সেই ভীড়ের মধ্যে জনৈক এক রেল যাত্রীর নজরে পড়ে যায় ক্যানিং ষ্টেশনের শৌচালয়ের মধ্যে একটি সাপ।আর রবিবার সকালে এমন খবর চাউর হতে আতঙ্ক তৈরী হয় সাধারণ নিত্য রেলযাত্রীদের মধ্যে।অন্যদিকে শৌচালয়ে যাওয়া নিত্যযাত্রীরা সাপের আতঙ্কে দৌড়ঝাঁপ শুরু করে দেন। তাঁরা দেখতে পান বড় একটা চিতিবোড়া সাপ শৌচালয়ের মধ্যে ঘোরাঘুরি করছে।এমন ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ ক্যানিং ষ্টেশনের হকার সিকান্দর সাহানী সাধারণ যাত্রীদের কে অভয় দিয়ে বলেন আপানারা নির্ভয়ে রেলেচড়ে যে যার গন্তব্যে যাতায়াত করুন,সাপের কোন আতঙ্ক নেই,আর বিশেষ করে চিতিবোড়া সাপের কোন বিষ নেই।পাশাপাশি সাপ টিকে শৌচালয়ের মধ্যে থেকে লাঠী দিয়ে তাড়িয়েও দেন এই হকার।স্বত্তির নিঃশ্বাস ফেলেন সাধারণ নিত্য রেলযাত্রীরা। উল্লেখ্য বিগত ২০১৯ সালের ৯ ডিসেম্বর এই ক্যানিং ষ্টেশনে একটি বিশাল বড় দাঁড়াশ সাপ কে কেউটে সাপ ভেবে আতঙ্কিত হয়েগিয়েছিলেন সাধারণ রেলযাত্রীরা। পরে রেলপুলিশের সাধারণ যাত্রীদের সচেতন করলে সাধারণ যাত্রীদের মধ্যে সাপের ভয়ের আতঙ্ক কাটে।