জলসায় রক্তদান উৎসব

সুভাষ চন্দ্র দাল,ক্যানিং –
রাজ্য তথা দেশ যখন এনআরসি নিয়ে উত্তাল। সেই মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় জলসা অনুষ্ঠানের আগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হল। আর রবিবার জলসার আগে এই রক্তদান উৎসব সাধারণ মানুষের কাছে এক ভিন্নভাবে সম্প্রীতির বার্তা পৌঁছে দিল বলে বিশিষ্টজনেদের ধারণা।অন্যান্য বছরের মতো বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েতের হালদার পাড়া যুবক সংঘ বার্ষিক জলসা অনুষ্ঠানের আয়োজন করেন।জলসার আগেই আয়োজিত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে রক্তদান উৎসবের আয়োজন। রক্তদান উৎসবের সুচনা করেন বিশিষ্ট সমাজসেবী তথা এলাকার জনপ্রিয় প্রাক্তন শিক্ষক আকবর সেখ।এছাড়াও বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক আল আমিন খান।দ্বিতীয় বর্ষের এই রক্তদান উৎসবে এলাকার হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ১০৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন। যার মধ্যে ৪৯ জন মহিলাও ছিলেন। এদিন রক্তদান উৎসবে স্বেচ্ছায় রক্তদান করে আনন্দিত শঙ্কর শিকারী,অমলা মিস্ত্রী,ছলেমান হালদার,রক্তদান উৎসব কমিটির সম্পাদক সাইফুল হালদার সহ অন্যান্যরা ।।