শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসি বার্সার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৮, ২০২০
news-image

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নাপোলির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলের সমতা নিয়ে ফিরেছে বার্সেলোনা। তবে এই ম্যাচের আগে আবার মেসি-ম্যারাডোনা তুলনা চলে এসেছে। কারণ আর্জেন্টিনার তো বটেই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ম্যারাডোনা একটা বড় সময় খেলেছেন নাপোলির হয়ে। এবার তাদের তুলনা নিয়ে ম্যারাডোনা বললেন, তিনি নাপোলিতে খেলে সেই সময় যে প্রভাব বিস্তার করেছিলেন মেসি এখন সেটা পারত না। পরিসংখ্যানের দিকে তাকালে বার্সার হয়ে মেসির শিরোপা জেতা এবং নাপোলির হয়ে ম্যারাডোনার জেতার তুলনা টানার সুযোগই নেই। মেসি বার্সার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। লিগ, সুপার কোপা তো আছেই। তবে ম্যারাডোনা নাপোলিকে লিগে বাদ পড়ার শঙ্কা থেকে টেনে তোলেন। লিগ জেতান দুটি। এছাড়া উয়েফা কাপ জেতেন তিনি। ম্যারাডোনা মনে করেন, মেসি যদি নাপোলিতে যোগ দেন কিংবা মেসি নাপোলির হয়ে খেলতেনও তবে তার মতো প্রভাব তিনি রাখতে পারতেন না। ম্যারাডোনা অবশ্য চান নাপোলিতে মেসির মতো কেউ একজন জন্ম নিক। মেসির মতো কেউ খেলুক। কিন্তু মেসির ইতালিতে যাওয়া কিংবা নাপোলির হয়ে খেলার কোন সম্ভাবনা দেখেন না তিনি। নাপোলি ম্যারডোনার ১০ নম্বর জার্সিটা তার সম্মানে অবসরে পাঠিয়েছে। মেসির নাপোলিতে যাওয়া নিয়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যারাডোনা বলেন, ‘মেসির সান পোলেতে আসার সম্ভাবনা দেখি না। তাছাড়া আমি নাপোলিতে যে সময় পার করেছি সেটা মেসি পারবে না। নাপোলির হয়ে মেসি খেললে অবশ্যই সে অসাধারণ করতো। কিন্তু আমি যেটা নাপোলির হয়ে করেছি সেটা সে পারত না। তবে আমি এখনও প্রত্যাশা করি নাপোলিতে মেসির মতো কেউ খেলুক।’