বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনে ভাইরাসে মারা গেছেন ২৫৬৩ জন, সতর্কতা যুক্তরাষ্ট্রে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৬, ২০২০
news-image

শাহনাজ বেগম :

চীনে নতুন করে ৯৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। এ নিয়ে চীনে বুধবার মোট ২৫৬৩ জন মারা গেছেন যার মধ্যে বেশিরভাগ ভাইরাসটির উৎপত্তিস্থল উহান প্রদেশে। বিশ^ব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮০৩৮৬ জন। এশিয়ার বেশ কিছু দেশ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপসহ এ পর্যন্ত ৪৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। রয়টার্স, সিএনএন

যুক্তরাষ্ট্রের এক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা সতর্ক করে বলেছেন, মহামারীটি অনিবার্য এবং মার্কিনীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ায় আরো একজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।জাপানি প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আরও এক যাত্রীর মৃত্যু হলে এ নিয়ে ওই প্রমোদতরীর চারজন প্রাণ হারিয়েছেন।

বিশ্বব্যাপী প্রাদুর্ভাব বিস্তারের প্রথম সারিতে রয়েছে ইতালি। দেশটিতে ২৮০ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। এদের বেশিরভাগ লম্বার্ডি এবং ভেনেটোতে। ইতালির গ্রান্ড হোটেল ইউরোপা নামে একটি হোটেল কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এর আগের দিন স্পেনের ক্যানরি দ্বীপের একটি হোটেলে একজন চিকিৎসকের শরীরে ভাইরাস ধরা পড়লে সেটাও অবরুদ্ধ করে রেখেছেন।

ইরানে নতুন করে আরো দুইজনের মারা যাওয়ায় মৃতের সংখ্যা ১৪ জন মানুষ। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ৪৭ জন। সম্পাদনা : রাশিদুল