বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের কাছে ১৮ রানে হেরেছে সালমাবাহিনী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৪, ২০২০
news-image

আক্তারুজ্জামান :

নারীদের টিটোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরেছে সালমাবাহিনী পার্থ স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ভারত জবাবে ১২৪ রানেই থামে টাইগ্রেসদের ইনিংসম্যাচের শুরুতে টস জেতেন টাইগ্রেস সেনাপতি সালমা খাতুন। টস জিতে ভারতীয় ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানিয়াকে ফিরিয়ে শুভ সূচনা করেন সালমা। কিন্তু পরের জুটিতে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়াশেফালি ভারমা ভেদা কৃষ্ণমূর্তির ঝড়ো ইনিংসে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রান পায় ভারত শেফালি ১৭ বলে ৩৯ এবং ভেদা ১১ বলে অপরাজিত ২০ রান করেন জেমিমা ৩৭ বলে ৩৪ করেন টাইগ্রেসদের হয়ে বল হাতে সালমা খাতুন পান্না ঘোষ ২টি করে উইকেট নেনজবাব দিতে নেমে মুর্শিদা খাতুনের (৩০) ব্যাটে ভালোই লড়ছিলো টাইগ্রেসরা পরে নিগার সুলতানাও (৩৫) একটু দলকে টেনে নেয়ার চেষ্টা করেন কিন্তু পুনম যাদব শিখা পান্ডে রাজেশ্বরী গড়কৌরের বোলিংয়ে পেরে ওঠেনি পুনম ৩টি এবং শিখা রাজেশ্বরী ২টি করে উইকেট নেন