শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের সেরা তারকা না খেলায় ইতিবাচক দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৭, ২০২০
news-image

শিউলী আক্তার :

জুয়াড়ির প্রস্তাব গোপন রাখায় আইসিসির নিষেধাজ্ঞা ভোগ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার নিষেধাজ্ঞার পর বাংলাদেশে সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। সাকিববিহীন বাংলাদেশের সঙ্গে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। দেশের সেরা তারকা না খেলায় ইতিবাচক দেখছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

যদিও একইসাথে নিজের দলের অনুপস্থিত ক্রিকেটারদের জন্য আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। তবুও আরভিন মনে করেন, নিজেদের সামর্থ্যের সবটুকু পূরণ করলে সাকিবের অনুপস্থিতির সুবিধা আদায় করে নিতে পারবে তার দল।

বাংলাদেশে এসে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আরভিন বলেন, ‘সাকিব খেলছে না, এটা আমাদের জন্য ভালো দিক। অবশ্যই, বিগত কয়েক বছর ধরেই সে বাংলাদেশ দলের শক্তিমত্তার মূল অংশ। তার অনুপস্থিতি তাই আমাদের জন্য ইতিবাচক। তবে আমাদের মনোযোগ দিতে হবে নিজেদের শক্তির জায়গায়। সিন উইলিয়ামস, কাইল জার্ভিস ও টেন্ডাই চাতারাকে আমরা পাচ্ছি না। তারা আমাদের জন্য বড় খেলোয়াড়। তবে অন্যদের জন্য তাদের অনুপস্থিতি সুযোগ করে দিয়েছে।’