শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হল ক্যানিংয়ের সাউথ এনড স্কুলের ক্ষুঁদে পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৪, ২০২০
news-image

ক্যানিং – দক্ষিণ ২৪পরগণনা জেলার ক্যানিং ১ ব্লকের সাউথ এনড স্কুলে এক রাজকীয় পরিবেশে বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরুহল বৃহষ্পতিবার সকালে।এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সুচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী। এদিন বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্য বিশিষ্টদের শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সুজাতা মন্ডল,হাসি সেন,হীরা চক্রবর্তী,ইতি মিত্র,সোমা মুখোপাধ্যায়,সুলতা মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষিকারা।প্রতিযোগিতায় অংক দৌড়, চামচ গুলি,পাখি ওড়ে,খানবাহাদুর খান সাহেব,ব্যাঙ দৌড় সহ অন্যান্য বিভিন্ন ইভেন্টে সুদীপ পাল,আবির হালদার,আদিত্য বসু,প্রিয়াংশু দাস,পিউ মন্ডল,পল্লবী নস্কর,সৌমজিৎ চ্যাটার্জীর মতো ক্ষুঁদে শিশু সহ বিদ্যালয়ের ২৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় ২০০ ছাত্রছাত্রী অংশগ্রহন করে।সাউথ এনড নার্শারি বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা চক্রবর্তী।