বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সমুদ্রের উত্তাল ঢেউয়ে ৩২ দিন, চারজন বাঁচলেও প্রাণ হারান আটজন।

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৩, ২০২০
news-image

ইয়াসিন আরাফাত :

পাপুয়া নিউ গিনি থেকে ক্রিসমাস পালন করতে একটা নৌকা করে গত ২২ ডিসেম্বর বেরিয়েছিলো ১২ জনের একটি দল। এদের গন্তব্য ছিল ১০০ কিলোমিটার দূরের কারটেরেট আইল্যান্ড। কিন্তু পথে উত্তাল সমুদ্রের কারণে নৌকা উলটে ভেসে যায় বেশ কয়েকজন। বাকিরা নৌকাটিকে সোজা করে তাকে উঠে বসলেও নৌকাটি সঠিক পথে চালানোর আর কোনও উপায় ছিলো না।

সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে আরও গভীর সমুদ্রে ভেসে যায় তারা। খাবার-জলের অভাবে নৌকাতেই মৃত্যু হয় এক শিশু-সহ আরও কয়েকজনের। মোট ১২ জনের দলে চারজন প্রাণে বাঁচলেও প্রাণ হারান আটজন। মৃতদেহগুলো সমুদ্রে ভাসিয়ে দেয়া ছাড়া আর কিছু করার ছিল না বলে জানিয়েছেন রক্ষা পাওয়া দমিনিক স্ট্যালি।

বৃষ্টির জল আর নারকেল খেয়ে ৩২ দিন এভাবে কাটান তারা। অবশেষে গত ২৩ জানুয়ারি একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। উদ্ধার পাওয়া চারজনের মধ্যে ১২ বছরের এক কিশোরী-সহ দু-জন পুরুষ ও এক মহিলা রয়েছেন। সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিয়ারার একটি হাসপাতালে তাদের চিকিত্‍সার জন্য ভর্তি করা হয়।