মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যন্ত সুন্দরবনে স্কুল ছাত্র ছাত্রীদের হাত ধোওয়ার প্রশিক্ষণ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১২, ২০২০
news-image

সুন্দরবন-প্রত্যন্ত সুন্দরবনের ছোট মোল্ল্যাখালিতে হাত ধোওয়া বিষয়ক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলেন গোসাবা ব্লক গ্রামীন হাসপাতাল ও ছোট মোল্ল্যাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও নার্সরা।হাত ধোওয়া প্রশিক্ষণের নেতৃত্ব দেন গোসাবা ব্লক স্বাস্থকেন্দ্রের আধিকারীক ডাঃ প্রশান্ত মন্ডল ও ছোট মোল্ল্যাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ ইন্দ্রনীল বর্গী। এই প্রশিক্ষনে ছোট মোল্লাখালির বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। উল্লেখ্য বিভিন্ন সময়ে নানান ধরনের কাজ করার পর অধিকাংশ ক্ষেত্রে সাধারণ মানুষজন হাত না ধুয়ে খেতে বসে যান। হাতের মধ্যে নানান রোগ জীবাণু থাকায় সেগুলি শরীরের মধ্যে প্রবেশ করে। আর শরীরের মধ্যে অনায়াসে প্রবেশ করে এই সমস্ত রোগ জীবাণু । ফলে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে সাধারণ মানুষজন। সেই সমস্ত রোগ জীবাণুর হাত থেকে পরিত্রাণ পেতে হাত ধোওয়া অবশ্যই প্রয়োজন।হাত ধুলে একদিকে যেমন জীবাণু ধ্বংস হবে,তেমনই শরীরের মধ্যেও কোন জীবাণু প্রবেশ করতে পারবে না। গড়ে উঠবে সুস্থ সমাজ।আর এই সুস্থ নীরোগ সমাজ গড়তে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতাল ও ছোটমোল্ল্যাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমন অভিনব উদ্যোগ বলে জানা গেছে। এছাড়াও ছাত্রছাত্রীদের মাধ্যমে এমন সচেতনতা মূল কর্মযঞ্জ যাতে সমগ্র সুন্দরবনেরপ্রত্যন্ত এলাকায় প্রচলন হয় তার লক্ষ্যমাত্রা এমন কর্মসুচীর উদ্যোগ নিয়েছেন গোসাবা ব্লক স্বাস্থকেন্দ্রের আধিকারীক ডাঃ প্রশান্ত মন্ডল।