শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শেষ হল গ্রামীণ কৃষি বিকাশ ও স্বনির্ভর মিলন মেলা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১০, ২০২০
news-image

ক্যানিং -প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়েপড়া বাসন্তী ব্লকের চুনাখালিতে শেষ হল গ্রামীণ কৃষি বিকাশ ও স্বনির্ভর মিলন মেলা। গত ৩ ফেব্রুয়ারি ১১ তম বর্ষের এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি কামালউদ্দিন লস্কর সহ নাবার্ড ও বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের আধিকারিক বৃন্দ এবং চুনাখালী গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য, সদস্যাগণ, সমাজসেবী অমৃত সরকার, দেবাশীষ বৈরাগী, নিমাই মালী সহ বিশিষ্টরা। এছাড়া ব্লকের ৩৫৪ টি মহিলা স্বনির্ভর দলের সদস্যাগণ।সাতদিনের মেলায় ছিল বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।দিশারী কৃষক সংঘের পরিচালনায় এই মেলার মাধ্যমে এলাকার কৃষকদের খুবই উপকৃত হচ্ছেন বলে জানান এলাকার কৃষক ভোলা সরদার। তিনি বলেন “এই মেলায় আমরা উন্নত মানের প্রশিক্ষণ সহ বীজ ও প্রযুক্তি নিয়ে আমরা বিগত বছর গুলিতে প্রচুর ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছি। এবছর বুলবুল ঘুর্নি ঝড়ের জন্য ফসলের কিছুটা ক্ষতি হলেও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছি। আসন্ন বোরো চাষের মরসুমে আমরা দিশারী ফার্মাস্ ক্লাবের পরামর্শে প্রচুর ফলন বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে চলেছি।” মেলায় এবছর সরকারি ও বেসরকারি স্টলের সংখ্যা ছিল আশানুরূপ, প্রতিদিন সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল যাত্রা, নাটক, পুতুলনাচ ইত্যাদি অনুষ্ঠান। মেলার রুপকার বিষ্ণুপদ প্রধান বলেন “আগামীদিনে প্রতিটি মহিলা কে সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে ব্যাঙ্ক লোনের ব্যবস্থা সহ জেলা থেকে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি তুলে দেওয়া হবে।আগামী বছরের মেলা যাতে আরও সমৃদ্ধ হয় সে বিষয়ে আগে থেকেই কাজ শুরু করব। এগারো তম বর্ষের এই মেলায় সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করে করে স্নেহদীপ, সুলগ্না, শঙ্খলিতা মতো ক্ষুঁদেরা। মেলার মঞ্চ তারা পুরষ্কার পেয়ে আবেগে আপ্লুত।