বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারেরও বেশি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৭, ২০২০
news-image

করোনায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত এই ভাইরাসে। মৃতের সংখ্যা ৬০০ তিরিশেরও বেশি। যদিও চিনেরই একটি সংস্থা ইন্যাডভার্টেন্টলির দাবি আসলে এই মৃতের সংখ্যাটা প্রায় ২৫ হাজার। এদিকে এই করোনার প্রকোপে চিনের উইঘুর মুসলিমদের পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ।

সরকারি মতে উইঘুরঅধ্যুষিত ঝিনজিয়াং প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩২। কিন্তু অনেকের মতে, সংখ্যাটা আরও বেশি। ওই অঞ্চলে রয়েছে চিনের ডিটেনশন ক্যাম্প। যাতে আটকের সংখ্যা ৩০ লক্ষেরও বেশি। সে জায়গাগুলির কোনও খবরাখবর বাইরে পৌঁছয় না। সেই  ক্যাম্পগুলিতে করোনা সংক্রমণ হলে কী হবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। অন্যদিকে চিনের পর এবার নতুন করে কপালে ভাঁজ জাপানের। সে দেশে ভিড়েছে ডায়মন্ড প্রিন্সেস নামে একটি জাহাজ। ৩, ৭০০ যাত্রী ছিল সে জাহাজে। তারমধ্যে একচল্লিশ জন করোনা আক্রান্ত বলে ধরা পড়েছে। ফলে জাপানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াশি। সংখ্যার নিরিখে যা চিনের পরেই।