শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ে বাৎসরিক,সাংস্কৃতিক ও ক্রীড়ানুষ্ঠান শেষ হল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০২০
news-image

ক্যানিং -ক্যানিং শহরে অবস্থিত দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের বাসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হল বুধবার।এদিন সকালে এই সমাপ্তি অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি যাদব চন্দ্র বৈদ্য,ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল,জেলাপরিষদ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা নস্কর,সহসভাপতি শ্যামলেন্দু মন্ডল,ক্যানিং ১পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা যুথিকা ভুঁইয়া,পূর্তকর্মাধ্যক্ষ শিবু চক্রবর্তী,প্রাণী ও মৎস্য সুলেখা হালদার,স্বাস্থ্য কর্মাধ্যক্ষা অসীমা নস্কর,শিশু ও নারী উন্নয়ণ জনকল্যাণ কর্মাধ্যক্ষা গীতশ্রী প্রধান,খাদ্য কর্মাধক্ষা সুপর্ণা নস্কর সহ অন্যান্য বিশিষ্টরা। উল্লেখ্য এই উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৫০০ হাজারেরও বেশী ছাত্রী পড়াশোনা করে।আর এই সাড়ে তিনহাজারেরও বেশী পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীদের মধ্যে প্রায় সত্তর শতাংশ ছাত্রী বাৎসরিক এই ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে।গত ২১ জানুয়ারী বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা করেছিলেন বিদ্যালয়েরই প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম।
বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় পঞ্চম – দ্বাদশ শ্রেণী পর্যন্ত অংশগ্রহণ কারী সফল ৫২ জন ছাত্রীকে পুরষ্কার দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ে পড়াশোনা খুব ভালো ফলাফল করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ সফল ৫৮ জন কৃতি ছাত্রীকে একাডেমী পুরষ্কার তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ।ক্রীড়া ও পড়াশোনা সফল প্রিয়া রাণী প্রামাণিক,প্রিয়া দাস,শ্রেয়া নস্কর,দিশারী লস্কর,প্রীতি রায়,ছাত্রীরা পুরষ্কার মঞ্চ থেকে পুরষ্কার পেয়ে খুশি।