শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরল প্রজাতির সাপ উদ্ধার করে ছেড়ে দিলেন যুবক

News Sundarban.com :
জানুয়ারি ২৩, ২০২০
news-image

বিষধর হোক আর বিষহীন সাপ হোক,সাপের কথা শুনলেই যে কোন ব্যক্তি ভয়ে আঁতকে উঠবেন কিংবা প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এমনই এক বিরল প্রজাতির সাপ দেখেই গ্রামের মধ্যে হুলস্থুল পড়ে যায়।ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের জাঙ্গালিয়া গ্রাম। সাপটি কে না মেরে গ্রামবাসীরা ভয়ে জড়োসড়ো হয়ে যান।আবার বেশকিছু গ্রামবাসী সাপটিকে মেরে ফেলার জন্য উদ্যত হয়।এরপর খবর দেওয়া হয় সাপ ধরার লোকজন কে।খবর পেয়েই সাপ বাঁচানোর উদ্যোগ নিয়েই সটান হাজীর হন পরিবেশ প্রেমী অরবিন্দু সরদার। তিনি সাপটি কে সুস্থ অবস্থায় ধরেন।সোমবার রাতে সাপটি কে ধরার পর মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী পুনপুনা গ্রামে বিরল প্রজাতির এই সাপটিকে জলাজঙ্গলের মধ্যে ছেড়ে দেন।
উল্লেখ্য পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়ে পরিবেশ প্রেমী অরবিন্দু বাবু এর আগেও বিভিন্ন এলাকা থেকে বিষধর সাপ উদ্ধার করে বনে জঙ্গলে ছেড়ে দিয়েছেন। তিনি বলেন “বিরল প্রজাতির এই বিষহীন সাপের নাম ‘যমজ চিতল নেকড়ে সাপ’ ইংরাজীতে Twin spotted wolf snake নামে পরিচিত। যদিও এই বিরল প্রজাতির সাপ সুন্দরবন এলাকায় দেখতে পাওয়া যায় না।”