মানবিক বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ কুলতলি থানা

মানবিক উদ্যোগ নিয়ে বারুইপুর পুলিশ জেলার অধিনস্থ কুলতলি থানা সর্বসাধারণের জন্য বিনাব্যয়ে এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো।পাশাপাশি কুলতলি থানার পুলিশ কর্মীরা দরিদ্র রোগীদের মধ্যে ফল ও প্রয়োজনীয় বেশ কিছু ওষুধপত্র বিলি করলেন।আর পুলিশের এমন মহৎ মানবিক উদ্যোগে সামিল হয়ে সহযোগিতা করলেন জয়নগর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা। বুধবার কুলতলি থানায় এই বিনাব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বেশকিছু পুলিশ কর্মী সহ প্রায় ৭৫ জন পুরুষ মহিলা তাঁদের স্বাস্থ্যের বেশকিছু রোগ পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেয়।উল্লেখ্য সমাজের মানুষের জন্য প্রতিটি কর্মক্ষেত্রে একান্ত ভাবে রাতদিন পরিশ্রম করে নির্বিঘ্নে কাজ করে চলেছেন এই সমস্ত পুলিশ কর্মীরা।এতো কাজের মধ্যেও সাধারণ মানুষের এমন সেবায় পুলিশের মানবিক উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা।