শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

 পাকিস্তান আদালত ৮৬ জন সদস্যকে বিচারের পরে দোষী সাব্যস্ত করা হয়েছে

News Sundarban.com :
জানুয়ারি ১৮, ২০২০
news-image

শাহনাজ বেগম :

তেহরিক-ই-লাবাইক পাকিস্তানের (টিএলপি) শীর্ষ নেতা পীর এজাজ আশরাফি বৃহস্পতিবার বলেছেন, এটি ন্যায়বিচারের ক্ষেত্রে নির্মম ও কঠোর। তাদের দলের পক্ষ থেকে এ রায়কে লাহোর হাইকোর্টে চ্যালেঞ্জ জানাবে। এএফপি

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে ২০১৮ সালের অক্টোবর মাসে অভিযুক্ত খ্রীষ্টান নারী আসিয়া বিবির সাজা বাতিল করে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্ট। কোর্টের ওই রায়ের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ করে ধর্ম অবমাননা আইনের সমর্থকরা। সেই সময়ে পাকিস্তানের অস্থিরতা বাড়ানোর প্রচেষ্টার অংশ নেয়া টিএলপির নেতা খাদিম হুসেন রিজভিকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

আশরাফি বলেন, টিএলপির ৮৬ জন সদস্যকে এক বছরেরও বেশি সময় ধরে বিচারের পরে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তিনি এর বিপক্ষে যুক্তি দেখিয়েছেন যে, তারা যে প্রতিবাদ জানিয়েছিলো তা আসিয়া বিবির মুক্তির বিষয়ে নয়, তাদের নেতা রিজভির গ্রেপ্তারের বিরুদ্ধে।পাকিস্তানের ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত আসিয়া বিবি আট বছর জেল খাটার পর মুক্তি পেয়ে ২০১৮ সালে পাকিস্তান ছেড়ে চলে গেছেন। ২০১০ সালে তার বিরুদ্ধে মহানবী (দঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠে।