১৫ লক্ষ টাকার হিরোইন সহ গ্রেফতার ৩

বিশ্লেষণ মজুমদার, জীবনতলা : শুক্রবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষীকান্ত বিশ্বাস ও ঘুটিয়ারী শরিফ পুলিশ ফাড়ীর ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে হিরোইন সহ গ্রেফতার করে ৩ জন হিরোইন ব্যবসায়ীকে।ধৃত হিরোইন ব্যবসায়ীরা হল সইদুল লস্কর ওরফে ভোলা,শক্তি হরিজন,মহম্মদ সাইমুল হক। ধৃত হিরোইন ব্যবসায়ীদের মধ্যে সইদুল লস্কর ওরফে ভোলা ঘুটিয়ারী শরীফের লস্করপাড়ায় বাড়ী,শক্তি হরিজনের বাড়ী মুর্শিদাবাদ জেলার লালগোলার হরিজন পাড়ায় ও মহম্মদ সাইমুল হকের বাড়ী মুর্শিদাবাদ জেলার লালগোলার দক্ষিণ নিবেদিতা পাড়া এলাকায়।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার ঘুটিয়ারি শরীফের হালদারপাড়া অটোষ্ট্যান্ড এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে ঘুটিয়ারি শরিফের বাঁশড়ার লস্কর পাড়া এলাকার বাসিন্দা সইদুল লস্কর ওরফে ভোলা বেশ কয়েক মাস ধরে গোপনে চোরা পথে হিরোইনের কারবার করছিল।আর এই খবর বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশের কাছে আসছিল। শুক্রবার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষিকান্ত বিশ্বাস ও ঘুটিয়ারি শরীফের পুলিশ ফাঁড়ির ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে পুলিশ টিম অভিযান চালিয়ে হিরোইন সহ হাতে নাতে ধরে ফেলে তিনজন কে।ধৃতদের কাছ থেকে পুলিশ ৫০০ গ্রাম রোইন,নগদ ১৫৫০ টাকা,লালগোল হইতে ঘুটিয়ারী শরীফ পর্যন্ত রেলের একটি টিকিট সহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।উদ্ধার হওয়া হিরোইনের বাজার মূল্য আনুমানিক প্রায় প্রায় ১৫ লক্ষ টাকা।এ দিকে ঘুটিয়ারি শরিফ এখন আন্তর্জাতিক হিরোইন বাজার হয়ে উঠছে এমনই চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন মহলে ঘুরপাক খাচ্ছে।সুন্দরবনের নদীর জলে পথে এবং সড়ক ও রেল পথের মাধ্যমে চোরা পথে ঢুকে যাচ্ছে আন্তর্জাতিক রোইন কারবারিরা।ফলে ঘুটিয়ারি শরিফ থেকে গোপনে চোরা পথে হিরোইন চলে যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।
পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে হিরোইন সহ তিন হিরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ধৃতের কাছ থেকে পুলিশ ৫০০ গ্রাম রোইন,নগদ ১৫৫০ টাকা,তিনটি মোবাইল ফোন,একটি রেলের টিকিট উদ্ধার করা হয়েছে।এই হরোইন কোথা থেকে এবং কিভাবে এল সে বিষয়ে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এমনকি কোন আন্তর্জাতিক হিরোইন কারবারির এদের সাথে সঙ্গে যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য গত ৭ জানুয়ারী গোপন সুত্রে খবর পেয়ে ঘুটিয়ারী শরীফ পুলিশ ফাঁড়ীর ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে ঘুটিয়ারী শরীফের মধ্য মাকালতলা থেকে পুলিশ ২৫২ গ্রাম হিরোইন,নগদ ৭০২০ টাকা,কিছু ইলেকট্রিক সরঞ্জাম সহ সাবীর লস্কর নামে একজন হিরোইন ব্যবসায়ী কে গ্রেফতার করেছিল।