শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রঞ্জি ট্রফিতে আম্পায়ারের সঙ্গে তীব্র বাদানুবাদের জের,শাস্তি শুভমন গিলের

News Sundarban.com :
জানুয়ারি ৯, ২০২০
news-image

রঞ্জি ট্রফিতে আম্পায়ারের সঙ্গে তীব্র বাদানুবাদের জের। ম্যাচ ফি-র পুরো ১০০ শতাংশই কাটা গেল শুভমন গিলের। একই সঙ্গে দিল্লির অধিনায়ক ধ্রুব শোরেরও ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

মোহালিতে দিল্লির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান পঞ্জাবের ডান হাতি ব্যাটসম্যান শুভমান গিল। সুবোধ ভাটির একটি ডেলিভারিতে শুভমন গিলকে আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন আম্পায়ার মহম্মদ রফি। এরপরই আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বাদানুবাদে জড়িয়ে পরেন শুভমন গিল। ক্রিজ ছাড়তে নাছোড় মনোভাব দেখান এই তরুণ ব্যাটসম্যান। লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনা করে আউটের সিদ্ধান্ত ফিরিয়ে নেন মহম্মদ রফি। সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে মাঠ ছাড়ে দিল্লি ক্রিকেট দল।

খেলা বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ম্যাচ রেফারির তত্পরতায় ফের মাঠে নামে দিল্লি শিবির। ম্যাচ রেফারির রিপোর্ট দেখেই শুভমন গিলের ম্যাচ ফির পুরো টাকা কেটে নিয়েছে বোর্ড। আর সেই সঙ্গে শাস্তি পেয়েছেন দিল্লি অধিনায়কও।