বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সোমবার গুজরাটের কচ্ছ উপকূলের কাছে জাখাউয়ে  বিপুল পরিমাণ হেরোইন-সহ ধরা পড়ল ৫ পাকিস্তানি

News Sundarban.com :
জানুয়ারি ৬, ২০২০
news-image

বড়সড় সাফল্য উপকূলরক্ষী বাহিনী ও গুজরাট এসটিএফের। সোমবার গুজরাটের কচ্ছ উপকূলের কাছে জাখাউয়ে  বিপুল পরিমাণ হেরোইন-সহ ধরা পড়ল ৫ পাকিস্তানি।  একটি মাছ ধরার নৌকো থেকে ওই হেরোইন উদ্ধার হয়। বিপুল পরিমাণ ওই হেরোইনের দাম ১৭৫ কোটি টাকা। মোট ৩৫টি প্যাকেটে ভরা ছিল ওই হেরোইন। প্রতিটি প্যাকেটের ওজন ১ কেজি।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় উপকূলরক্ষী বাহিনী ও এসটিএফ।  পাকিস্তানি মাছ ধরার নৌকোটিকে তাড়া করে উদ্ধার করা হয় ৩৫টি প্যাকেট।  গুজরাটের কোথায় তা নামানোর কথা ছিল তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃত পাকিস্তানিদের নাম আনিস(৩০), ইসমাইল মহম্মদ(৫০), আসরাফ উসমান(৪২), কারিম আবদুল্লা(৩৭), আবুবকর আশরফ(৫৫)। এরা সবাই করাচির বিট জাজিরা এলাকার বাসিন্দা।

এসটিএফের এক আদিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, সন্দেহভাজন ওই পাক নৌকোটিকে প্রথম চিহ্নিত করে গুজরাট এসটিএফ। হেরোইন পাচারের খবর পেয়েই উপকূলরক্ষী বাহিনীর দ্বারস্থ হয় এসটিএফ। কোস্টগার্ডের কমান্ডোরাই তাড়া করে ওইসব মাদক পাচারকারীদের ধরে ফেলেন। ধৃতদের জেরা চলছে।