জাপান ক্যারাটে ইন্ডিয়ার উদ্যোগে ক্যানিংয়ে শুরু হল ক্যারাটে প্রশিক্ষণ

ক্যানিং : জাপান-ক্যারাটে ইন্ডিয়া উদ্যোগে শনিবার বিকালে ক্যানিংয়ে শুরু হল ক্যারাটে প্রশিক্ষণ।এদিন ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন জাতীয় স্পোর্টস কমিশনের সদস্য তথা কাতা ও কুমিট এর জাতীয় রেফারী কিয়োশি পরশ কুমার মিশ্র।এদিন এই প্রশিক্ষণ শিবিরে ক্যানিং মহকুমার বাসন্তী,গোসাবা,ক্যানিং,জীবনতলা সহ বিভিন্ন প্রান্তের ৩-৪০ বছর বয়ষ্ক প্রায় দু’শত মহিলাপুরুষ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য প্রত্যন্ত সুন্দরবন এলাকার সাধারণ মানুষজনের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণ কতটা উপযোগী এবং কতটা জরুরী প্রয়োজন সেই জন্য এই প্রশিক্ষণের আয়োজন বলে জানিয়েছেন জাপান ক্যারাটে ইন্ডিয়ার কর্মকর্তারা।