২০২০ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ডের অকল্যান্ড

বিশ্বের বড় শহর হিসেবে সবার আগে ২০২০ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ডের অকল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারে আতশবাজির আয়োজন দেখতে কয়েক হাজার লোক ভিড় করে। সেখানে প্রথমবারের মতো লেজার এবং অ্যানিমেশন শো’র মাধ্যমে ২০২০-কে স্বাগত জানানো হয়। খবর হেরাল্ড ও মিররের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা এবং হোয়াইট দ্বীপের আগ্নেয়গিরির মতো নেতিবাচক ঘটনাবহুলকে বছরকে বর্ণিল আয়োজনে বিদায় জানালো নিউজিল্যান্ড।