শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নববর্ষের আগেই বড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার পুলিশ

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৯
news-image

গোষ্ঠি সংঘর্ষের টনায় উত্তপ্ত সুন্দরবনের বাসন্তী ব্লক। সাম্প্রতিক বোমাগুলির আঘাতে মৃত্যু হয়েছে রহিম সেখ নামে এক যুব তৃণমূল কর্মী সমর্থক। পাশাপাশি বোমার আঘাতে গুরুতর জখম হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বছর ছয়েকের এক মুকবধীর শিশু কন্যা রুবাইয়া মল্লিক।এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে বাড়ীঘর ভাঘচুর সহ অগ্নি সংযোগ করে বাড়ীঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিরা।দীর্ঘ প্রায় দুবছর ধরে এমন উত্তেজন চলছে বাসন্তী ব্লক এলাকার বিভিন্ন স্থানে। এই ঘটনায় প্রয়োজন এলাকায় শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব বোধ বজায় রাখা।আর সেই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দুষ্কৃতি দমনের জন্য এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং ও পুলিশি তল্লাশি অভিযান।এই পুলিশি তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার পুলিশ।রবিবার রাতে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৬০ টি অধিক তাজা বোমা উদ্ধার করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ।সেগুলি কে নিষ্ক্রীয় করে ফেলা হবে বলে পুলিশ সুত্রের খবর। এক সাথে এতোগুলি তাজা বোমা উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার পুলিশ, ধারণা সাধারণ মানুষজনের দাবী।