বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সূর্যগ্রহণের দিন কুসংস্কারের গ্রাসে মাটিতে গলা পর্যন্ত পুঁতে রাখা হল এক শিশুকে

News Sundarban.com :
ডিসেম্বর ২৬, ২০১৯
news-image

সূর্যগ্রহণের দিন কুসংস্কারের গ্রাসে কর্নাটকের তাজ সুলতানপুর এলাকা। কাদা মাটিতে গর্ত খুঁড়ে গলা পর্যন্ত পুঁতে রাখা হল এক শিশুকে। তার পুরো শরীর কাদা মাটির নিচে। মাটির ওপর জেগে শুধু মাথা। ঠিক যেন জ্যান্ত সমাধির আয়োজন! নাগাড়ে কেঁদে চলেছে শিশু। নিদারুণ কষ্টে আর ভয়ে বেরিয়ে আসতে চাইছে সে। কিন্তু কে শোনে তার কান্না! সবাই তখন ব্যস্ত সূর্য গ্রহণের সংস্কার মানতে।

এই শিশুটির মানসিক ও শারীরিক বিকাশ হয়নি। সে বিশেষ ভাবে সক্ষম। স্থানীয়দের বিশ্বাস, সূর্যগ্রহণের দিন শিশুটিকে এভাবে মাটির নিচে পুঁতে রাখলে সে আরোগ্য লাভ করবে। সেই অন্ধবিশ্বাস থেকেই নিরীহ শিশুর ওপর এই অত্যাচার। কর্নাটকের কালবুর্গি শহরের কাছে তাজ সুলতানপুর এলাকা। বড়দিনের পরের দিন সেখানে দেখা গেল এই ভয়ঙ্কর দৃশ্য।