বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন কে প্লাস্টিক মুক্ত করতে সচেতনতার বার্তা দিয়ে পথে নামলো পুলিশ প্রশাসন (ভিডিয়ো)

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০১৯
news-image

ক্যানিং: বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন। প্লাস্টিকের ব্যাপক ব্যবহারে জর্জরিত বাদাবন জল জঙ্গলে ঘেরা বিশ্বের বৃহত্তম এই সুন্দরবন।আর সেই ঐত্যিহ্যবাহী সুন্দরবন কে প্লাস্টিক মুক্ত করতে পথে নামলো বারুইপুর জেলা পুলিশের অধিনস্থ সুন্দরবন কোষ্টাল,বাসন্তী,ঝড়খালি কোষ্টাল ও গোসাবা থানার পুলিশ প্রশাসন।প্লাস্টিক ব্যবহার ও বর্জনের জন্য এলাকার সাধারণ মানুষজন এবং সুন্দরবন ভ্রমণের পর্যটকদের কে সচেতনতার বার্তা দিয়ে শনিবার সকালে সুন্দরবন এলাকার বিভিন্ন রাস্তাঘাট এবং বাজারহাট এলাকায় মিছিল করেন পুলিশ প্রশাসনের লোকজন।পাশাপাশি বাসন্তী থানার পুলিশ আধিকারীক সৌমেন বিশ্বাসের নেতৃত্বে বাসন্তীর গদখালি এলাকায় সচেতনতার মিছিল হয় এবং প্রচুর প্লাস্টিক কুড়িয়ে সেগুলি পুড়িয়ে ফেলেন প্রশাসনের কর্তাব্যক্তিরা।অন্যান্য থানা এলাকায়ও ঠিক একই ভাবে প্লাসটিক পোড়ানো হয়।

উল্লেখ্য সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মাত্র ৪ মিনিটে বিশ্বব্যাপী সমুদ্রগর্ভে চল্লিশ হাজার টন প্লাস্টিক জড়ো হচ্ছে। যার ফলে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ভারসাম্য হারাচ্ছে প্রকৃতির। এই প্লাস্টিকের কুফল থেকে বাদ যায়নি সুন্দরবনও। তাই বিশ্বের শ্রেষ্ঠ বাদাবন এই সুন্দরবনকে রক্ষার জন্য অবিলম্বে সুন্দরবনের বুক থেকে প্লাস্টিক বর্জন জরুরী। না হলে অদূর ভবিষ্যতে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, ধ্বংস হবে সুন্দরবন। আর সেই কারণেই অবিলম্বে সুন্দরবনকে প্লাস্টিক বর্জন করার লক্ষ্যে উদ্যোগী হয়েছে বারুইপুর জেলা পুলিশের অধিনস্থ সুন্দরবন কোষ্টাল,বাসন্তী,ঝড়খালি কোষ্টাল ও গোসাবা থানার পুলিশ প্রশাসন ।শনিবার থেকেই সুন্দরবনের বুক থেকে প্লাস্টিক সাফাই অভিযান শুরুও করেন পুলিশ আধিকারীকরা।