বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাঙ্গামা বাধানোর দায়ে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

News Sundarban.com :
ডিসেম্বর ২১, ২০১৯
news-image

জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির তিস হাজারি আদালত। হাঙ্গামা বাধানোর দায়ে ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন-নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে দেখা যাচ্ছে না মূল বিরোধী দলকে, সোনিয়াকে বিঁধলেন প্রশান্ত কিশোর

 

শুক্রবার জামা মসজিদ থেকে যন্তরমন্তর পর্যন্ত মিছিল করার আবেদন নাকচ করে দেয় দিল্লি পুলিস। এর মধ্যেই জামা মসজিদের সিঁড়ি থেকে দাঁড়িয়ে বিক্ষোভ করেন চন্দ্রশেখর আজাদ। শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিস। জমিনের জন্য আবেদন করা হলেও তা শেষপর্যন্ত নাকচ করে দেয় আদালত। পুলিসের আবেদনে সাড়া দিয়ে তাঁকে ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, নাগরিকত্ব বিরোধী বিক্ষোভের জেরে তোলপাড় রাজধানী। এনিয়ে ক্রমশ কঠোর হচ্ছে পুলিস। জামিয়ায় পুলিসের লাঠিচার্জের পর আন্দোলন আরও জোরদার হয়েছে। চন্দ্রশেখর আজাদ বলেন জেলে তাঁকে আটকে রাখা যাবে না। এই আইন সরকারকে প্রত্যাহার করতেই হবে। হিংসাকে সমর্থন করি না। আমাদের সমর্থকরা হিংসায় নেই। গ্রেফতার হলেও ভীম আর্মির আন্দোলন চলবে।