বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন দিবস

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০১৯
news-image

সুন্দরবন দিবস
সুভাষ চন্দ্র দাশ

১)নদী-নালা জঙ্গল ঘেরা রয়্যাল বেঙ্গলের আস্তানা-
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ নাম তার সুন্দরবন,
রহস্যে ঘেরা পৃথিবী খ্যাত গহীণ এ অরণ্য-
১০২ টি দ্বীপ নিয়ে ঘেরা এই বাদাবন।।

২)লোনা জলের মৃদু বাতাসে মন ভরে ওঠে সর্বক্ষণ-
৪০০প্রজাতির গাছের জঙ্গল আমাদেরই সুন্দরবন,
বাংলা তথা বাঙালীর গর্ব প্রাকৃতিক এই ধনরত্ন-
ডাঙায় বাঘ জলে কুমীর দিবারাত্রী শোনা যায় পাখির কুজন।।

৩)৩৫০০কিমি নদী বাঁধ দিয়ে ঘেরা এই ব-দ্বীপ সুন্দরবন-
বাঁদর-মুরগী-হরিণ-বাঘ নানান জন্তুর হরেক মেলা,
লোনা জলের মাছ-কাঁকড়া-চিংড়ি-মধু তে হয় জীবিকা নির্বাহ-
ভাগ্য যদি সহায় হয় তবেই দেখা মেলে বাঘের খেলা।।

৪)সবাই মিলে শপথ নিয়ে রক্ষা করবো সুন্দরবন-
করবো না আর বৃক্ষ নিধন রক্ষা করবো বাদাবন,
এসো আজ সবে মিলে মিশে করি উৎসব পালন,
সুন্দরবন দিবসে শপথ নেওয়ার দিন আজ এই সন্ধীক্ষণ।