বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে পেঁয়াজ পেয়ে খুশি সাধারণ মানুষজন 

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০১৯
news-image

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভার কেন্দ্রের মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী পাড়া এলাকায় ১২৩ কেজি পেঁয়াজ ২ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সাধারণত মানুষের হাতে তুলে দিলেন ৫৯ টাকা প্রতি এক কেজি দামে।এদিন পেঁয়াজ পেয়ে সাধারণ মানুষের ভিড় এবং উৎসাহ​ ছিল চোখে পড়ার মতো।এদিকে সাধারণ মানুষজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।তারা অভিযোগ করে বলেন ক্যানিং বাজারে দিনের পর দিন পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে।বর্তমানে ক্যানিং বাজারে ১ কেজি পেঁয়াজ দাম উঠে গেছে ১১০ টাকা থেকে ১৫০ টাকা এমন কি ঘহখোলাবাজারের পেঁয়াজ ডবল সেঞ্চুরীর পথে।তাই কি করে সংসার চালাবো।রান্নার গ্যাস​ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলছে।​ এদিন১ কেজি পেঁয়াজ ৫৯ টাকায় পেয়ে আমরা খুবই খুশি।এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে ছিলেন রেশনে,স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যম ৫৯ টাকায় ১ কেজি পেঁয়াজ তুলে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনের ক্যানিং মহকুমা প্রত্যন্ত এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে দেওয়া শুরু হল পেঁয়াজ।মাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই বলেন “এই পঞ্চায়েত এলাকার বিদ্যাধরী পাড়া গ্রামসভায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ১২৩ কেজি পেঁয়াজ তুলে দেয় সাধারণ মানুষের হাতে।সরকারি ভাবে ১ কেজি পেঁয়াজ দাম ৫৯ টাকা।ফলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কয়েক লক্ষ গরীব মানুষজন উপকৃত হবেন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুততার সাথে এখানে পেঁয়াজ এসে পৌঁছেছে।তিনি মানবিক মুখ্যমন্ত্রী।কেন্দ্রে মোদি সরকারের ব্যর্থতায় দিনের পর দিন জিনিস পত্রের দাম বেড়েই চলেছে।ক্যানিং বাজারে ১ কেজি পেঁয়াজের দাম উঠে গেছে ১১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।সাধারণ মানুষ জন বাজারে গিয়ে পেঁয়াজ দোকানে গেলে তাদের চোখে জল চলে আসছে।এদিকে স্বনির্ভর গোষ্ঠী র সদস্যা গীতা দেবনাথ বলেন আজ ২ টি স্বনির্ভর গোষ্ঠী মিলে ১২৩ কেজি পেঁয়াজ তুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষজনকে।১ কেজি পেঁয়াজের দাম ৫৯ টাকা করে নেওয়া হয়েছে।এতে সাধারণ ও গরীব মানুষজন খুবই খুশি।রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।বর্তমানে বাজারে ১ কেজি পেঁয়াজের দাম ২০০ টাকা পর্যন্ত উঠে গেছে এই ক্যানিং শহরে।আগামী কাল আবার এখান থেকে পেঁয়াজ দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠী র মাধ্যমে।এদিন কয়েকশো গরীব মানুষজন এই পেঁয়াজ পেয়ে খুবই খুশি।