বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিমির পেট থেকে পাওয়া যায় ১০০ কেজি সামুদ্রিক ধ্বংসাবশেষ

News Sundarban.com :
ডিসেম্বর ৫, ২০১৯
news-image

মৌরী সিদ্দিকা :

স্কটল্যান্ডের সমুদ্র উপকূলে মৃত একটি তিমির পেট থেকে জাল, দড়ি, প্লাস্টিক কাপ, ব্যাগ, গ্লোভস, ফিতা এবং পাইপ পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ২০ টনের তিমিটিকে মৃত অবস্থায় হ্যারিসের আইলে পাওয়া যায়। এনডিটিভি

তিমি এবং ডলফিনের মৃত্যুর তদন্তকারী সংস্থা স্কটিশ মেরিন অ্যানিমাল স্ট্র্যান্ডিং স্কিম (এসএমএএসএস) ফেইসবুকে তিমির ছবি শেয়ার করে লিখেছে, মৃতদেহটি ব্যবচ্ছেদের পর প্রায় ১০০ কেজি সামুদ্রিক ধ্বংসাবশেষ পাওয়া যায়। সবগুলো মিলিয়ে পেটে একটি বড় বলের আকৃতি ধারণ করেছিলো। এসব দেখে মনে হচ্ছিলো এগুলো কিছু সময়ের জন্য পেটে ছিলো। হৃদয় বিদারক ছবিগুলো অনলাইনে ১২ হাজার শেয়ার এবং শত শত কমেন্টে ভেসে যাচ্ছে। পরে উপ-প্রাপ্তবয়স্ক তিমিটিকে সৈকতে সমাহিত করা হয়।