শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভয়াবহ গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়িয়েছে মেক্সিকো-মার্কিন সীমান্ত লাগোয়া ভিলা ইউনিয়নে

News Sundarban.com :
ডিসেম্বর ২, ২০১৯
news-image

ভয়াবহ গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়িয়েছে মেক্সিকো-মার্কিন সীমান্ত লাগোয়া ভিলা ইউনিয়নে। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে চার জন পুলিসকর্মীও রয়েছেন।

জানা গিয়েছে, শনিবার দুপুরে মেক্সিকো-মার্কিন সীমান্ত থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত কোয়াউইলা প্রদেশের ভিলা উইনিয়ন শহরে মাদক পাচারচক্রের বিরাট একটি সশস্ত্র দল ১৪টি ট্রাকে চড়ে ঢুকে পড়ে। দল বেঁধে শহরের সরকারি দফতরগুলিকে লক্ষ্য করে নাগাড়ে গুলি ছুড়তে শুরু করে। হামলার জবাব দিতে পুলিসও পাল্টা গুলি চালাতে শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় ধরে দু’পক্ষের গুলির লড়াই চলে। জানা গিয়েছে, দু’পক্ষের এই গুলির লড়াইয়ে চার জন পুলিসকর্মী, দু’জন বাসিন্দা আর ১৫ জন মাদক পাচারকারীর মৃত্যু হয়েছে।