রবিবার সকাল থেকে বন্ধ থাকছে উল্টোডাঙ্গা উড়ালপুল,স্বাস্থ্য পরীক্ষা হবে সারাদিন

রবিবার সকাল থেকে বন্ধ থাকছে উল্টোডাঙ্গা উড়ালপুল। প্লাইওভারের বিবিডি টেস্টের জন্য রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উড়ালপুলে বন্ধ রাখা হবে যান চলাচল। এমনটাই জানানো হয়েছে কেএমডিএর তরফে।
কেন এমন সিদ্ধান্ত? শহরের বেশ কয়েকটি উড়াল পুল নিয়ে চিন্তায় কেএমডিএ। একথা মাথায় রেখেই তিন মাস অন্তর উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএর বিশেষজ্ঞরা। সেই পরীক্ষাই হবে রবিবার সারাদিন।
উড়ালপুল বন্ধ থাকায় দমদম বা ইএম বাইপাস থেকে যানবাহন চলাচলের কী হবে ? কেএমডিএর তরফে জানানো হয়েছে, উড়ালপুল বন্ধ থাকায় বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। ইএম বাইপাস হয়ে যারা ভিআইপি যাবেন তাদের যেতে হবে সিআইটি রোড, হাডকো মোড় ও দূর্গাপুর ব্রিজ হয়ে।
অন্যদিকে, লেক টাউনের দিক থেকে যারা শহরে ঢুকবেন তারা উল্টোডাঙ্গা খালের ওপর দিয়ে দূর্গাপুর ব্রিজ, হাডকো মোড় হয়ে সিআইটি রোডে পড়বেন। কেএমডিএর তরফে জানানো হয়েছে, উল্টোডাঙ্গা উড়ালপুর সম্প্রতি মেরামত করা হয়েছে। তবে তার কাঠামো ঠিকঠাক রয়েছে কিনা তা দেখার জন্য নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।