মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অর্থনীতির ঝিমুনি রুখতে সংসদে নির্মলা একাই লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁর পিছনে বসে সতীর্থরা দিব্যি ঝিমোচ্ছেন

News Sundarban.com :
নভেম্বর ২৯, ২০১৯
news-image

সূর্য তখন পাটে। সংসদের উচ্চকক্ষে অর্থনীতির খুঁটিনাটি নিয়ে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের সার্বিক বৃদ্ধিতে যে ব্যাঘাত ঘটেছে এ কথা মেনে নিলেও নির্মলা মানতে রাজি নন মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তি সাজাতে ইউপিএ জমানার পরিসংখ্যান তুলে তুলে খণ্ডন করছেন।

অর্থনীতির ঝিমুনি রুখতে যখন সংসদে নির্মলা একাই লড়াই চালিয়ে যাচ্ছেন, তখন তাঁর পিছনে বসে সতীর্থরা দিব্যি ঝিমোচ্ছেন। কাকতালীয়ভাবে অর্থনীতি এবং বিজেপি সাংসদের ‘ঝিমুনির’ সাদৃশ্য খুঁজে পান নেটিজেনরা। এরপর তাঁদের দেখে কে? ওই দৃশ্যকে ঘিরে দু’দিন ধরে ব্যাপক ট্রোলড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এ দিন নির্মলা সীতারামন জানান, জিডিপি নীচে নেমেছে ঠিকই, কিন্তু কোনওভাবে মন্দা পরিস্থিতি তৈরি হয়নি। বিদেশি বিনিয়োগ বেড়েছে ইউপিএ জমানার তুলনায়। নিয়ন্ত্রণে রয়েছে মুদ্রাস্ফীতিও। নির্মলার দাবি, ২৮৩৯০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে। যা কংগ্রেসের শেষ জমানায় ছিল ১৮৯৫০ কোটি ডলার। অর্থমন্ত্রী আরও দাবি করেন, আর্থিক সঙ্কট কাটাতে কোনও ত্রুটি রাখেনি সরকার। ব্যাঙ্কগুলিকে চাঙ্গা করতে ঢালা হয়েছে ৭০ হাজার কোটি টাকা। কর্পোরেট কর কমানো হয়েছে।