বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবনবীমার ২৩ লক্ষ টাকার জন্যই জীবিত ছেলে ডেথ সার্টিফিকেট জোগাড় করে সোজা বিমা সংস্থার কাছে হাজির হল বাবা

News Sundarban.com :
নভেম্বর ২৮, ২০১৯
news-image

জীবনবীমার ২৩ লক্ষ টাকার জন্যই জীবিত ছেলে ডেথ সার্টিফিকেটসহ সমস্ত ভুয়ো তথ্যপ্রমাণ জোগাড় করে সোজা বিমা সংস্থার কাছে হাজির হল বাবা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ময়নাতলি এলাকায়।

সূত্রের খবর, কাজের সূত্রে বহুদিন ধরেই কেরলে থাকতেন ধূপগুড়ির ময়নাতলি বাসিন্দা অমলেশ সরকার। দুটি বিমা সংস্থায় যথাক্রমে ৮ লক্ষ ও ১৫ লক্ষ টাকা ছিল তাঁর নামে। আর সেই টাকা নিতেই মরিয়া হয়ে ওঠেন পেশায় গ্রামীন ডাক্তার কৃষ্ণকান্ত সরকার। সেই মতো সমস্ত ভুয়ো সার্টিফিকেটও তৈরি করেন তিনি। এমনকী বেশ কিছু সইও নকল করেন কৃষ্ণকান্ত সরকার। নথি জমা পড়ার পরই যাচাই করতে ইন্সুইরেন্স কোম্পানী থেকে তদন্তে আসেন অফিসাররা। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।

 

ফোন যায় অমলেশের কাছে। খবর পেয়ে ধূপগুড়িতে আসে অমলেশ। ঘটনার শুনে কার্যত হতবাক অমলেশ। তাঁর দাবি টাকার জন্যই বাবা, মা এবং ভাই এই কাজ করেছে। ঘটনায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অমলেশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। যদিও অভিযুক্ত কৃষ্ণকান্ত সরকারের খোঁজ মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।