বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রবিবারই শেষ প্রথম দিন রাতের পিঙ্ক বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচ, ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ইনিংসে হারাল ভারত

News Sundarban.com :
নভেম্বর ২৪, ২০১৯
news-image

একেবারে প্রত্যাশিত ফলাফল! রবিবার দুপুরেই শেষ ভারতের মাটিতে প্রথম দিন রাতের পিঙ্ক বলের ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ইনিংসে হারাল ভারত।

শনিবার বিকেলের পর থেকেই ইনিংসে হার বাঁচানোর লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শেষরক্ষা হল না। মুশফিকুরের লড়াই কাজে এল না। এক ইনিংস আর ৪৬ রানে ভারতের বোলারদের কাছে কার্যত আত্মসমর্পণ করল মহমুদুল্লাহ বাহিনী। রবিবার ম্যাচের তৃতীয় দিনে ৪৩ রানে বাংলাদেশের বাকি ৩ উইকেট তুলে নিয়ে ইনিংসে ইতি টানেন উমেশ যাদবরা। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেননি মহমুদুল্লাহ। দুই ইনিংশ মিলিয়ে মোট ৯ উইকেট নিয়ে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হলেন ইশান্ত শর্মা। সিরিজের সেরাও হলেন তিনি।

ইডেনে বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মহমুদুল্লাহদের সামনে ৯ উইকেটে ৩৪৭ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন কোহলি। দ্বিতীয় ইনিংসে ২৪১ রানের বোঝা নিয়ে ব্যাট করতে নেমে ১৯৫ রানেই থমকে যায় বাংলাদেশ। মুশফিকুরের ৭৪ রানের লড়াকু ইনিংসও কাজে এল না।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৫টি উইকেট নিয়েছেন উমেশ যাদব এবং ৪টি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। ইডেন গার্ডেন্সে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ ২-০-এ জিতে নিল কোহলির টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট দল হিসেবে এই নিয়ে পর পর ৪টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতে নজির গড়ল ভারত। জিলত টানা ৭টি ম্যাচ। পরিসংখ্যান বলছে, এই নিয়ে ঘরের মাটিতে পর পর ১২টি টেস্ট সিরিজ জিতল কোহলির দল।