কেএমসির গাড়ির ধাক্কায় ভাঙল ব্রিজের লেভেল ক্রসিং

বেইলি ব্রিজে রাতে দুর্ঘটনা। কেএমসির গাড়ির ধাক্কায় ভাঙল ব্রিজের লেভেল ক্রসিং। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, আলিপুর থেকে নিউ আলিপুরের দিকে যাচ্ছিল কেএমসি-র ময়লা ফেলার গাড়িটি। প্রথম লেভেল ক্রসিং পার হয়ে গেলেও ব্রিজের দ্বিতীয় লেভেল ক্রসিং পেরনোর সময়ই ধাক্কা লাগে।
বৃহস্পতিবার রাতে এই ঘটনার পরেই এলাকায় সাময়িক যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এরপর যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। পরে ওই গাড়িটিকে আটক করা হয়েছে।