মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের আগামী ২০২০ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলবেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট।
১৩তম আইপিএলের আগে বোল্টকে ছেড়ে দিয়েছে তার পুরনো দল দিল্লী ক্যাপিটালস। সেই সুযোগে কিউই তারকাকে দলে ভিড়িয়েছে মুম্বাই। ২০১৮ সালে বোল্টকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিলো দিল্লি ক্যাপিটালস।
ওই আসরে ১৪ ম্যাচে ১৮টি উইকেট শিকার করেন বোল্ট। কিন্তু ২০১৯ সালের আইপিএলে আলো ছড়াতে পারেননি কিউই এই পেসার। দিল্লির হয়ে পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নেন তিনি।
বোল্টের পাশাপাশি শেরফানে রাদারফোর্ড এবং মায়াঙ্ক মার্কান্দেকেও ছেড়ে দিয়েছে ক্যাপিটালস। তাদেরকেও দলে ভিড়িয়েছে মুম্বাই। দলে পরিবর্তন এনেছে কিংস ইলেভেন পাঞ্জাবও। পেসার অঙ্কিত রাজপুতকে ছেড়ে দিয়েছে তারা।
অঙ্কিতকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ২০১৮ সালে পাঞ্জাবে যোগ দেয়া রাজপুত আইপিএলের ২৩ ম্যাচে ২২টি উইকেট শিকার করেছেন।