শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খুব দ্রুত ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে পৌঁছতে চলেছে দেশ:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০১৯
news-image

 অর্থনীতির ‘ঝিমুনি’ কাটাতে ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনিয়োগ টানতে তাঁর সরকারের গত ৬ বছরের খতিয়ান রবিবার এক বাণিজ্য সম্মেলনে তুলে ধরলেন তিনি। বলেন, ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির পথে এগোচ্ছে দেশ। এর জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। সহজ কর পরিষেবা তৈরি করা হয়েছে। এ দিন ব্যাংককে দাঁড়িয়ে কংগ্রেস জমানার সমালোচনা করে জানান, গত পাঁচ বছরে ২৮৬০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে যা গত ২০ বছরে দ্বিগুণ।

এ দিন ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, খুব দ্রুত ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে পৌঁছতে চলেছে দেশ। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ২ লক্ষ কোটি ডলার অর্থনীতি ছিল, যা গত পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ কোটি ডলার। বিশেষজ্ঞদের মতে, এত কম সময়ে ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে পৌঁছতে গেলে অন্তত ৮-র বেশি জিডিপি প্রয়োজন। যেখানে এখন জিডিপি নেমে এসেছে ৬-র নীচে। ২০২৪ সালের মধ্যে ওই লক্ষ্যমাত্রা পৌঁছনো যাবে কিনা সন্দিহান বিশেষজ্ঞরা।

তবে, প্রধানমন্ত্রী এ দিন দ্বর্থ্য ভাষায় আশ্বাস দেন, ভারতে এটাই বিনিয়োগের আদর্শ সময়। বিদেশি বিনিয়োগ বান্ধব দেশগুলির মধ্যে ভারত অন্যতম জায়গা তৈরি করেছে। ওয়ার্ল্ড ব্যাঙ্কের ‘ইজি অব ডুয়িং বিজনেস’ তালিকায় এক ধাক্কায় ৭৯ স্থানে উঠে এসেছে। মোদীর কথায়, “গত ৬৫ বছরে ভারতের অর্থনীতি ছিল ২ লক্ষ কোটি মার্কিন ডলার, কিন্তু ক্ষমতায় এসে মাত্র ৫ বছরে ৩ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতিতে পৌঁছেছে ভারত।”