রাজস্থানের সিরোহিতে আচমকাই পায়ের নীচে ধসে গেল ফুটপাত

একেবারে সিনেমার মতো দৃশ্য। ফুটপাত ধরে হাঁটে চলেছেন এক যুবক। সামনেই পার্ক করা একটি বাইক। জড়ো করা রয়েছে কয়েকটি বাক্স। আচমকাই পায়ের নীচে ধসে গেল ফুটপাত। মুহূর্তেই কংক্রিটের স্ল্যাবে চাপা পড়ে গেলেন যুবক। বিশাল গর্তের ভেতরে পড়ে গেল খান দুয়েক বাইক।
শুক্রবার ওই ঘটনা ঘটেছে রাজস্থানের সিরোহিতে। ফুটপাতটি তৈরি করা হয়েছিল নর্দমার ওপরে। আচমকাই সেটি ভেঙে পড়ে যায়। ধ্বংস্তূপের মধ্যে চাপা পড়ে আহত হয়েছেন ২ যুবক। চাপা পড়ে যায় ২টি বাইক।
কী হয়েছিল সেদিন? কিছু মালপত্র কিনতে বাজারে গিয়েছিলেন নাজির মহম্মদ ও পারভেজ খান। ফুটপাত দিয়ে হাঁটতে গিয়েই ওই বিপত্তি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় লোকজন। ধ্বংস্তূপে চাপা পড়ে যায় একটি বাইক। একটি উদ্ধার করা হয়। অন্যটি চাপা পড়ে যায় কংক্রিটের ভারী স্ল্যাবের নীচে।