বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাথর প্রতিমায় ৪ জন সাপের বিষ পাচারকারী কে গ্রেফতার করলো বনদফতর

News Sundarban.com :
অক্টোবর ২৪, ২০১৯
news-image

সোমবার গভীর রাতে বনকর্মী ও পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে ৪ জন সাপের বিষ পাচারকারী কে হাতে নাতে ধরে ফেলে।ধৃতদের নাম ফিরোজ মাল,নীল কুমার মাল,তাপস মাল,মিঠু মাল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মাধবনগর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে​ পাথর প্রতিমার মাধবনগর এলাকায় ঘর ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে ছিল মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ফিরোজ মাল,মিঠু মাল,তাপস মাল এবং বীরভুম জেলার বাসিন্দা নীল কুমার মাল।

এরা প্রত্যেকে ভোরে বেলায় ঘর থেকে বেরিয়ে যেতো আর রাত্রে ফিরে আসতো ভাড়া বাড়িতে।এদের মূলউদ্দেশ্য ছিল চোরা পথে বিষাক্ত সাপ সংগ্রহ করা।কয়েকদিনে বেশ কয়েকটি বিষাক্ত কেউটে সাপ চোরা পথে ধরে গোপনে ঝুড়িতে রেখে দেয় ভাড়া বাড়িতে ।এই ভাবে তাদের চলাফেরায় সন্দেহজনক হয়ে ওঠে স্থানীয় বেশ কিছু মানুষজনের মধ্যে।আর এই খবর গোপনে চলে যায় রামগঙ্গা রেঞ্জ ফরেস্ট অফিসে।রামগঙ্গা রেঞ্জ গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মী এবং পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে ৪ জন সাপের বিষ পাচারকারী কে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ টি বিষাক্ত কেউটে সাপ,২ টি লোহার কাঠি,৩ টি বাঁশের ঝুঁড়ি,১ টি লৌহ ড্রগার,৮ নম্বর ছোট গ্লাসের পাত্র,সুতির সাইড ব্যাগ,৪ টি মোবাইল।বনদফতর সুত্রে জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে বনকর্মী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ জন সাপের বিষ পাচারকারী কে হাতেনাতে ধরে ফেলে।  পাচারকারীরা সাপ গুলি নিয়ে কোথায় পাচার করছিল এবং এই ঘটনায় আর কারা যুক্ত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে বনদফতর ও পুলিশ প্রশাসন।ধৃত ৪ জনকে মঙ্গলবার কাকদ্বীপ এসিজিএম কোর্টে তোলা হয়েছে।