তিনমাস পুনর্বাসন কেন্দ্রে থাকার পর বাড়ি ফেরে দেবাঞ্জন খুনের মূল অভিযুক্ত প্রিন্স সিং

নিমতা খুনে ফের চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিসের হাতে। ঘটনার আগে তিনমাস পুনর্বাসন কেন্দ্রে থাকার পর বাড়ি ফেরে দেবাঞ্জন খুনের মূল অভিযুক্ত প্রিন্স সিং। এরপরই নতুন করে যোগাযোগ করে পুরনো বান্ধবীর সঙ্গে। বান্ধবীর সঙ্গেও ততদিনে বেশ ঘনিষ্ট দেবাঞ্জন। লঞ্চ হওয়া মাত্রই তাঁকে iPhone 11 Pro উপহার দেয় সে। এরপরই প্রায় দেড়মাস ধরে দেবাঞ্জনকে খুনের পরিকল্পনা চালাতে থাকে প্রিন্স।
পরিকল্পনা মাফিক বন্দুকও কিনে ফেলে সে। যদিও এখনও তদন্তে মিসিং লিঙ্ক রয়ে গিয়েছে। সেই কারণেই ক্রমাগত জেরা করা হচ্ছে প্রিন্স এবং বিশালকেও অভিযুক্তদের। আর জেরার মুখে এমনই বয়ান দিয়েছে প্রিন্স। জানা গিয়েছে বান্ধবীর সঙ্গে ছাড়াছাড়ির পরই প্রিন্সকে রিহ্যাবে পাঠানো হয়। আর বেরিয়ে আসার পরই দেবাঞ্জনের কথা জানতে পেরে পরিকল্পনা মাফিক এই কাণ্ড ঘটায় প্রিন্স।
তবে এই পরিকল্পনা বান্ধবী আদৌ জানত কিনা তা নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে। পুলিস সূত্রে খবর, জেরার সময় পুলিসের অনুমান ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে সম্ভবতা আড়াল করতে চাইছে প্রিন্স। সেই তালিকায় ওই বান্ধবীও রয়েছে কিনা তা জানার চেষ্টা চালানো হচ্ছে।