শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো তার আগেই আগুন বাজারমূল্যে ,মাথায় হাত মধ্যবিত্তের

News Sundarban.com :
অক্টোবর ১২, ২০১৯
news-image

রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। তবে আগুন বাজারমূল্যে তার আগেই মাথায় হাত মধ্যবিত্তের। ফল থেকে সবজি সব কিছুর দাম শুনেই চোখ কার্যত কপালে ওঠারই উপক্রম ক্রেতাদের। সপ্তাহভর জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া না হলেও লক্ষ্মী পুজোর আগের দিন পকেটে কার্যত টান পড়ছে বলেই জানাচ্ছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা বলছেন টানা বৃষ্টিতের জেরেই জোগান কমেছে আর তার ফলেই বেড়েছে দাম।

ফল থেকে সবজি, একনজরে দেখে নেওয়া যাক দামগুলো

নারকেল- ৪০-৮০ টাকা/ পিস
আপেল ৮০-১২০টাকা কেজি
ন্যাসপাতি- ১০০-১২০টাকা/কেজি
পানিফল-৬০-৮০ টাকা/কেজি
আঙুর- ২৫০টাকা কেজি

সবজি
টমেটো- ৫০-৬০ টাকা/কেজি
চন্দ্রমুখী আলু- ২২টাকা/কেজি
শসা- ৬০-৭০টাকা/কেজি
ফুলকপি-৩৫-৪০টাকা পিস
পটল- ৮০টাকা কেজি
কুমড়ো- ৩০ টাকা কেজি

লক্ষ্মীপুজো বা অন্যান্য পুজোর আগে বাজারদর বরাবরই কিছুটা চড়া থাকে। তবে এবার তা ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে বলেই মনে করছেন ক্রেতারা। সমস্ত জেলাতেই ছবিটা একইরকম। সবমিলিয়ে পুজোর আয়োজন করতে গিয়ে বিস্তর চিন্তায় পড়েছেন সকলেই। অতিরিক্ত দামে কালঘাম ছুটছে সাধারণের।