ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন সুশান্ত আর রিয়া

বলিউডের এ সময়ের অন্যতম আলোচিত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এখন ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন এ অভিনেতা। ডিজনিল্যান্ড ভ্রমণের ছবি ও ভিডিও সুশান্ত তার ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ডিজনিল্যান্ডে মিকি’।
অন্যদিকে সুশান্তের বান্ধবী বলে পরিচিত রিয়া চক্রবর্তী একই সময়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। আইফেল টাওয়ারের সামনে সুন্দর পোজ দিয়ে ছবিও দিয়েছেন ইনস্টাগ্রামে। আর দু’জনের একই সময়ে ফ্রান্সে অবস্থান করায় ভক্তদের ফিসফাস; তবে কি দু’জনে একান্তে ছুটি কাটাতে গেছেন সেখানে।
তবে একসঙ্গে কোনও ছবিই পোস্ট না করলেও সুশান্ত আর রিয়ার প্রোফাইল থেকে শেয়ার করা টুকরো ছবি বলে দিচ্ছে অনেক কিছুই। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
অবশ্য লোকচক্ষুর অগোচরে ট্রিপে যাওয়া সুশান্ত-রিয়ার জীবনে নতুন কিছু নয়। এর আগেও ফটোগ্রাফারদের চোখে ধুলো দিয়ে দু’জনে লাদাখে যান। সেখানেও সেই একই ঘটনা ঘটে। দু’জনেই প্রোফাইল থেকে লাদাখের ছবি শেয়ার করেছিলেন ঠিকই, তবে একসঙ্গে নয়।