নামখানার নারায়নপুর শ্রীদুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের থিম আদি থেকে অন্ত

সামিম হোসেন
বাঙালির সেরা উৎসব হল এই দুর্গাপুজো। এই দুর্গাপূজাকে ঘিরে আগমনের বার্তা আকাশে-বাতাসে। হাতেগোনা আর মাত্র কয়েকদিন। প্রতিটি মন্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চরমে। প্রতিটি পুজো প্যান্ডেলে থাকে নানারকম জাকজমক ও জৌলুস। ঠাকুর সাবেকি হলেও প্রতি বছরের মত এবছরও কোনও না কোনও কিছুর আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। নামখানার নারায়নপুর শ্রীদুর্গা আইডিয়াল এসোসিয়েশন দুর্গোৎসব কমিটি সম্পাদক শশাঙ্ক শেখর পাত্র ও বিপুল কর জানিয়েছেন, এবছর আমাদের দুর্গোৎসব ৩১ বছরে পা দিল।
এবারের পুজোতে আমাদের থিম হলো আদি থেকে অন্ত। পুরানো দিনের মানুষ কিভাবে সভ্য হচ্ছে অর্থাৎ সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত তার নানা রকম চিত্র এখানে তুলে ধরা হয়েছে। যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ, সতীদাহ প্রথা, সেই সঙ্গে ভারতমাতার এক বীর জওয়ান নিজের মাথা কেটে ভারত মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে। মণ্ডপের সামনে থাকছে আদিম মানুষের কিছু চিত্র যেমন কিভাবে মানুষ পশু শিকার করছে। কিভাবে তারা খাওয়া-দাওয়া করছে, চলাফেরা করছে। অর্থাৎ তাদের জীবনযাত্রার মান তুলে ধরা হয়েছে থিমের কারিগর চঞ্চল গিরির উপস্থাপনায়। প্রতিমা শিল্পী সাধন দলপতি বলেন, মাটি দিয়ে প্রতিমা ও ফেলে দেওয়া কাগজের কাটুনের দিয়ে প্রতিমার পোশাক ও গহনা তৈরি করা হয়েছে। আলোকসজ্জায় থাকছেন চিকন মিউজিক ও লোকনাথ ডেকোরেটরস।