প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর লুক নিয়ে কটাক্ষ করলেন ডিজাইনার ওয়েনডল রডরিকস

৪৫-এ কোটায় তিনি। বয়স বাড়লেও সত্ত্বেও তাঁর গ্ল্যামারে ভাটা পড়েনি কখনও। বিশ্বের অন্যতম সুন্দরীদের তালিকায় প্রথম সারিতেই রয়েছেন তিনি। বুঝতেই পারছেন, ঐশ্বর্য রাই বচ্চনের কথাই বলা হচ্ছে। কিন্তু প্যারিস ফ্যাশন উইকের লুক নিয়ে এবার সমালোচিত হতে হল ঐশ্বর্যকে।
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর লুক নিয়ে কটাক্ষ করলেন ডিজাইনার ওয়েনডল রডরিকস। তিনি বলেন, প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর লুক দেখে মনে হচ্ছে তিনি যেন রানওয়েতে হেঁটে বেড়াচ্ছেন। বিশ্বের অন্যতম সুন্দরীকে যখন সাজানো হয়, তখন সেদিক নজর রাখা উচিত ছিল ঐশ্বর্যর স্টাইলিস্টের কিন্তু তিনি তা করেননি। সেই কারণেই ঐশ্বর্য রাই বচ্চনের স্টাইসিস্টকে এই মুহূর্তে চাকরি থেকে সরানো উচিত বলেও মন্তব্য করেন ওয়েনডল রডরিকস।