প্যারিস ফ্যাশান উইকে ফের একবার নিজের জলবা দেখালেন রাই

তিনি ঐশ্বর্য রাই বচ্চন। ১৯৯৪-এ ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার সময় থেকে আজ ২০১৯, ‘রাই সুন্দরী’ সৌন্দর্য বেড়েছে বৈ কমেনি। সম্প্রতি, প্যারিস ফ্যাশান উইকে ফের একবার নিজের জলবা দেখালেন রাই।
ইতালিয়ান ফ্যাশান ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে র্যাম্পে হাঁটলেন ঐশ্বর্য রাই বচ্চন। র্যাম্পে নজর কাড়ল ঐশ্বর্যর চোখের মেকআপ। র্যাম্পে হাঁটতে হাঁটতেই দর্শকদের উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিলেন ‘রাই’।