বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কৃষকদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সাজসাজ রব দিল্লিতে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২১, ২০১৯
news-image

কৃষকদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সাজসাজ রব দিল্লিতে। কোনওরকম গোলমাল ঠেকাতে করা হয়েছে নিরাপত্তার এলাহি ব্যবস্থা।

শুক্রবারই কমপক্ষে ১৫,০০০ কৃষক এসে পৌঁছে গিয়েছেন নয়ডায়। আজ শনিবার তাঁরা রাজধানীতে প্রবেশ করবেন। একথা মাথায় রেখে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে কড়া পুলিসি প্রহরার ব্যবস্থা করেছে প্রশাসন।

গত ১৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে শুরু হয়েছে কৃষকদের ওই বিক্ষোভ আন্দোলন। গতকাল কৃষকরা নয়ডায় পৌঁছালে তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের আধিকারিকরা। কিন্তু আলোচনা থেকে কোনও ফলপ্রসু সিদ্ধান্ত বেরিয়ে আসেনি। ফলে আজ তাঁরা মিছিল করে কৃষাণ ঘাটে এসে পৌঁছাবেন।

 

কী দাবি বিক্ষোভকারী কৃষকদের? ভারতীয় কৃষাণ ইউনিয়নের ব্যানারে ওইসব কৃষকদের দাবি, কৃষি ঋণ মকুব করতে হবে, আখের দাম দিতে হবে, পশ্চিম উত্তরপ্রদেশের গঙ্গা ও অন্যান্য নদীগুলি সাফাই করতে হবে।

কৃষকদের অন্যান্য দাবিগুলির মধ্যে রয়েছে

কৃষকদের জন্য বিনামূল্যে বিদ্যুত দিতে হবে।

কৃষকদের জন্য বিমার আওতায় আনতে হবে গোটা পরিবারকে।

স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে।

জমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকারি নিয়ম সহজ করতে হবে যাতে তাদের অযথা হয়রানির শিকার না হতে হয়।