শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে নিষিদ্ধ ই-সিগারেট

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৯
news-image

ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ইলেক্ট্রনিক সিগারেট বা ই-সিগারেট।

বুধবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেন, তামাকের আসক্তি মোকাবিলার হাতিয়ার হিসেবে এটিকে ব্যবহার করা হলেও এই ই-সিগারেট এবং এ ধরনের অন্যান্য পণ্যগুলি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এ দেশে। এমনকি শিশুরাও না বুঝে এর প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই ই-সিগারেট নিষিদ্ধকরণ এখন থেকেই কার্যকর করা হলো।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি-রফতানি, বিজ্ঞাপন এবং সঞ্চয় সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী সীতারমন। তিনি বলেন, ভারতে কোনও ই-সিগারেট উৎপাদন হয় না বলেই ধারণা। যদিও ৪০০ ব্র্যান্ড এই ব্যবসা করে।

প্রসঙ্গত, দ্বিতীয়বার ক্ষমতায় এসে ১০০ দিনের নরেদ্র মেদির সরকার যে কর্মসূচি নিশ্চিত করেছিল, তাতে ই-সিগারেট বন্ধ করার কথাও উল্লেখ ছিল। ই-সিগারেটের ওপর নিষেধাজ্ঞা ভঙ্গ করলে অর্থিক জরিমানা ও কারাদণ্ড হতে পারে।