ফের আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক-‘মন বৈরাগী’

ফের আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিনে বায়োপিকের প্রথম লুক সামনে আনেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। নিজের ট্যুইটার হ্যান্ডেলে অক্ষয় কুমার ‘মন বৈরাগী’ (মোদীর বায়োপিকের নাম)-র প্রথম লুক প্রকাশ্যে আনেন।
বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির হাত ধরেই ফের প্রধানমন্ত্রী মোদীর জীবনে উঠে আসছে রূপোলি পর্দায়। পরিচালক সঞ্জয় ত্রিপাঠির পরিচালনায় মোদীর বায়োপিক ‘মন বৈরাগী’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
যদিও এই প্রথমবার নয় যখন নরেন্দ্র মোদীর বয়োপিক প্রকাশ্যে আসছে। এর আগে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের হাত ধরে মুক্তি পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক।