শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্ধ হয়ে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০১৯
news-image

গত বছর মাত্র একটি আসরের খেলা মাঠে গড়ানোর পরই বন্ধ হয়ে যাচ্ছে লিগটি। টাকার কারণেই ২০১৯ সালের আসরটি মাঠে গড়ানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎে আর এই লিগটি মাঠে গড়াবে কি না তা নিয়েও রয়েছে শঙ্কা।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রধান বিনিয়োগকারী ছিল স্নিক্সার স্পোর্টস। কিন্তু গত আসরের টাকাই এখনও পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। যে কারণে তাদের সরিয়ে দেয়া হয়েছে আয়োজকের দায়িত্ব থেকে। সঙ্গে স্নিক্সার স্পোর্টসের সম্পৃক্ততায় দুর্নীতির অভিযোগও পেয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রথম আসরটি শারজাহতে বসেছিল গত বছরের অক্টোবরে । যে আসরে চ্যাম্পিয়ন হয় বালখ লিজেন্ডস। আগামী মাসে টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু এ বছর আর লিগ মাঠে গড়ানোর কোনো সম্ভাবনা নেই।