দেউচা পাঁচামি কয়লা খনি চাঙ্গা করবে বাংলার অর্থনীতি : মমতা

দেউচা পাঁচামি কয়লা খনি চাঙ্গা করবে বাংলার অর্থনীতি। এমনটাই মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচা পাঁচামি খনি থেকে কয়লা উত্তোলন ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে বুধবার সরকারি আধিকারিক এবং জেলার তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
দেশের বৃহত্তম কয়লাখনি দেউচায় মজুত রয়েছে প্রায় ২১০২ টন কয়লা। পশ্চিমবঙ্গের হাতে কয়লাখনিটি তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী সপ্তাহে মউ স্বাক্ষর হবে বলে জানিয়েছেন মমতা। তাঁর কথায়,”দেশের কয়লা সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে। চাকরি হবে এক লক্ষ মানুষের। বীরভূম, বর্ধমান, হুগলির পাশাপাশি জঙ্গলমহলও উপকৃত হবে।