আমি মোটরযান আইন এখানে এখন চালু করব না :মমতা

নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, চালান দিতে ১০ হাজার টাকা পর্যন্ত লাগছে। গরিব মানুষ কোথা থেকে টাকা জোগাড় করবেন? সবসময় টাকা দিয়ে সমস্যার সমাধান হয় না। ১ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন রাজ্যে চালু হয়েছে নতুন মোটরযান আইনে। সংশোধিত আইনে ট্রাফিক নিয়ম ভাঙলে উশুল করা হচ্ছে মোটা অঙ্কের জরিমানা। ইতিমধ্যেই গাড়ির চেয়েও বেশি জরিমানা আদায়ের ঘটনাও এসেছে প্রকাশ্যে। চড়া জরিমানা কমানোর জন্য কেন্দ্রের কাছে আবেদনও করা হয়েছে। কিন্তু অনড় কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি। পশ্চিমবঙ্গে সংশোধিত মোটরযান আইন চালু করা যাবে না বলে এদিন স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তিনি বলেন, ”আমরা চালু করব না। এখানে সেফ ড্রাইভ, সেভ লাইফের মতো কর্মসূচি রয়েছে। কাজ করছে পুলিস ও স্বেচ্ছাবেসী সংস্থাগুলি। দুর্ঘটনার সংখ্যা কমে গিয়েছে। ওরা খুব ভালো কাজ করছে। আমি মোটরযান আইন এখানে এখন চালু করব না। আমার সরকার মনে করছে, সাধারণ মানুষের উপরে অতিরিক্ত বোঝা চাপবে।”