বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেথ সার্টিফিকেট নিতে হলে দিতে হবে ১০০০ টাকা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১০, ২০১৯
news-image

ডেথ সার্টিফিকেট নিতে হলে সরকারি হাসপাতালের ডাক্তারমশাইকে দিতে হবে ১০০০ টাকা। আর মৃত ব্যক্তির যদি কোনও লাইফ ইনসিওরেন্স থাকে এবং তার প্রয়োজনীয় কাগজপত্র নিতে হয়, তাহলে চিকিৎসককে ডেথ ক্লেম পলিসি থেকে প্রাপ্ত টাকার ১০ শতাংশ দিতে হবে। নইলে মিলবে না কাগজপত্র ও ডেথ সার্টিফিকেট। ক্যামেরাবন্দি হল পূর্ব মেদিনীপুরের এক চিকিৎসকের এমনই বক্তব্য। এই বক্তব্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।অভিযুক্ত চিকিৎসকের নাম স্বদেশ রজ্ঞন। পূর্ব মেদিনীপুরের এগরার পানিপারুল সরকারি হাসপাতালের চিকিৎসক তিনি। অভিযোগ, কুলটিকরী গ্রামের বাসিন্দা অসুস্থ এক ব্যক্তিকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। ভর্তি করার পর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এবার ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য চিকিৎসক স্বদেশ রজ্ঞন জানার কাছে গেলে, অভিযোগ তিনি টাকা দাবি করেন। বলেন ১০০০ টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া যাবে না। আর লাইফ ইনসিওরেন্স করা থাকলে সেক্ষত্রে পলিসিতে প্রাপ্ত টাকার ১০ শতাংশ দিয়ে সার্টিফিকেট নিতে হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পানিপারুল এলাকায়।